Sunday, December 21, 2014

Public servants to get up to double salaries

Asif Showkat Kallol

Pay commission says government’s expenditure to rise by 64%

In a move that has drawn mixed reactions, the highly anticipated pay commission report has proposed up to more than doubled salaries for public servants, with the proposed lowest to the highest basic salary grades ranging between Tk8,200 and Tk80,000.
The latest proposal sees a higher spike than the previous pay commissions: the two most recent commissions in 2005 and 2009 had asked for 94% and 96% hikes respectively, while the current commission has recommended up to 112.5% salary hike, according to the Finance Ministry.

The Eighth National Pay and Service Commission (NPSC) Chairman Muhammad Farashuddin submitted the final report to Finance Minister AMA Muhith yesterday, recommending the government to spend 63.7% more on its employees.

The commission also suggested that all kinds of deputation appointments be cancelled in the government administration, Farashuddin said, adding that the government has also been advised to introduce an option to allow public servants to retire after 20 years of service, instead of the existing 25 years.

He added that the salary hike proposal would have little impact to the annual enhancement of budget and revenue earning of the country.

The massive salary hikes were proposed as an incentive to draw in better educated talents into public service, to raise the financial status of government employees, and to keep them in service to ensure good governance to an expanding economy, Farashuddin said.

While preparing the recommendations, the commission counted six-member family units – unlike the four-member units counted before – as well as considering six years’ worth of accumulated inflation of 63%, said
Farashuddin, a former central bank governor.

Public servants’ salaries in other countries, as well as the compensations offered by the private sector organisations were also brought into consideration in the preparation of the proposal, he added.

The 250-page report was submitted to the finance minister at his secretariat office auditorium yesterday. Finance Secretary Mahbub Ahmed and 17 members of committee also attended the handover ceremony.

Sources said an additional Tk20,000 crore will be kept aside for the payment of salary as per the recommendations. Currently, the government spends Tk38,000 crore for the payment of salaries and pensions of government staffs and officials.

Salaries

According to the proposal, the existing 20 pay grades would be reduced to 16 grades, while classification of posts – such as distinctions between first-class and fourth-class employees – would be cancelled to introduce only grade-based identification.

Farashuddin added that only monetary difference would remain between two separate grades, with a total of 20 tiers suggested between the ninth grade and the 16th grade.

The commission also suggested withdrawing the efficiency bar – a regulation that has existed since colonial times, to stop the increment for officials after a certain level.

The selection grade and time scale would also be withdrawn, as these have prompted many cases to be filed with courts, meaning government employees would only reach higher grades through promotion.

Officials would also enjoy an annual compound 5% increment in every grade, resulting in the salary of fourth to sixteenth grade employees to double within 15 years.

Under the proposal, the lowest grade’s basic salary would increase 100% to become Tk8,200 from Tk4,100. The main salary of the highest grade would also be doubled to become Tk80,000.

Farashuddin said the existing ninth and eighth grade would be merged to create a new eighth grade with a basic salary of Tk25,000.

The pay scale report suggests a ratio of 1:9.076 between the lowest and highest salaries, a ratio which had remained the same for the past few commissions.

However, according to the proposal, a senior secretary’s basic salary would be fixed at Tk88,000, while the basic salaries of the cabinet secretary and the PM’s principal secretary would be Tk100,000. They would be paid 5% to 10% of the basic salary or Tk4,000 for any additional duty.

Recommendation was also made to increase existing pensions by 90%, Farashuddin said.

Allowance

Regarding 20% dearness allowance, Farashuddin said it would be abolished from 2015-16 fiscal year when the eighth pay commission comes into effect.

The proposed raise in salary and pension amounts to only 14% of the current fiscal year’s budget, Farashuddin said, adding that for the earlier pay commission the number was around 15%.

Observing that allowances should be rationalised, he said the commission has recommended against giving any new allowance as the salary hike has been massive.

Recommendation has also been made to introduce a four-stage house rent allowance for officials based in metropolitan areas in Dhaka, Chittagong, Narayanganj, and district and upazila levels.

New benefits

According to the proposal, an accommodation scheme was recommended to allow groups of government employees to purchase flats under a 60:40 ratio with the developers on pieces of government khas land or abandoned buildings; a move which Farashuddin hoped would boost the country’s real estate sector.

The government would provide 50 months’ worth of basic salaries to a group of at least five or six public servants if they can show documentation of land purchase, Farashuddin also said.

In another experimental offer lasting one year, the government would provide loans of Tk25 lakh to third and fourth grade employees to purchase cars. The staff of the government autonomous bodies will also be given the same amount as loan, but the car maintenance costs would be the responsibility of those autonomous bodies.

For the first time, the government was also recommended the introduction of a comprehensive insurance system for all public servants, including life insurance at a Tk100 premium and health insurance at Tk400 premium.

If this is implemented, there would be no cash transactions for government employees at hospitals, as they would submit their insurance demand with the hospital. The move would boost the insurance sector and reduce government expenditure, Farashuddin hoped.

The insurance premium would later be used to construct a modernised 500-bed cardiac hospital, he said.

The pay commission also suggested to move away from the existing 12-month-long PRL (post-retirement leave) system and return to the previous LPR (leave prior to retirement) system of 18 months. The commission chairman also said there was no legal base for the one rank-one pension system.

Welfare, insurance, and pension fund management should be reorganised and empowered, the commission observed. In order to do so, the Government Employees Welfare Association would sell 20-25 katha of its land near the capital’s Dainik Bangla area for around Tk400 crore and use it as capital to set up a bank named “Shamriddhir Shopan,” the commission chief said.

Further review was required to ensure better service from public servants, while assessment was needed to reduce the facilities gap between the cadre and non-cadre officials of the government, the commission observed.

A new organogram should be introduced for officials who have remained in the same post for a long time, Farashuddin said, adding that it has been suggested to execute the recommendations of the National Pay and Services commission 2015 in line with the 1977 pay and service order.

The commission also recommended the government to form a permanent pay commission or service commission or service reform commission to look into the services issues that were not addressed.

The government had formed the 17-member commission, headed by Farashuddin for more than 1.3 million current and former public servants. Presently, there are more than 832,000 government employees and around 500,000 pensioners in the country.

Other recommendations

The government’s attention was also drawn to Village Defence Party (VDP) – also known as the Gram Police – half of whose salaries could not be paid by the authorities concerned at the union councils. Government-procured rice would be sold to the VDP personnel at a lower price, Farashuddin pointed out.

The MPO-based colleges and schools should wait six more months than the rest of the administration to implement the proposed pay scale, he said, adding that some of the profitable MPO-based institutes would have to submit a portion of their earnings to the government exchequer.

The chairman added that the boards of directors of these profitable entities that are not depended on government financial support – can fix their own salary structures with permission from the Finance Division.

The commission was against separate pay scales for non-profitable autonomous bodies including state-owned banks and public universities; but supported a separate salary structure for Bangladesh Bank – a structure which would have to be approved by the Finance Division.

Reactions

After receiving the report, Finance Minister AMA Muhith said he was very happy with it, adding that the policymakers of the Finance Division would now go through the report before its execution.

The government would now form an implementation committee after getting approval from the cabinet, while the new pay structure would come into effect on July 1 next year.

Asked whether there would be any inflationary impact of the new pay scale, Muhith said: “Absolutely not.”

Meanwhile, Mirza Azizul Islam, adviser to a past caretaker government, said such a huge salary hike would definitely increase the demand of products in the market and have a negative impact on product prices.

His views were echoed by Ahsan H Mansur, executive director of Policy Research Institute Bangladesh, who said such a huge salary hike would cause an inflationary pressure in the market. He also recommended that the proposals of the pay scale commission be executed in phases.

Former cabinet secretary Shahadat Hossain, however, praised the move, claiming that it would reduce the inferiority complex of government servants and boost their financial status. 

Published in: http://www.dhakatribune.com/bangladesh/2014/dec/22/public-servants-get-double-salaries

Sunday, December 14, 2014

শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল

মো. আবুসালেহ সেকেন্দার

সম্প্রতি পে-কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান না করার সুপারিশ করেছে। যদিও সরকারের তরফ থেকে বহুবারই বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সব পর্যায়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উপাচার্যদের সঙ্গে রাষ্ট্রপতির সর্বশেষ আলাপেও স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি উঠে এসেছে। 'স্বতন্ত্র পে-স্কেল অচিরেই বাস্তবায়ন করা হবে'- এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু পে-কমিশনের প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় তথা শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন করা যাবে না মর্মে সুপারিশ থাকায় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান পে-কমিশনের সুপারিশ সব বিশ্ববিদ্যালয়সহ সর্বস্তরের শিক্ষকদের চরমভাবে হতাশ করেছে তা নিশ্চিত করে বলা যায়।

বিদ্যমান বেতন কাঠামোতে বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রভাষক পদে ১৩৫ ডলার বেতনে চাকরিতে নিযুক্ত হন। একজন অধ্যাপক সর্বোচ্চ বেতন পান ৪১৩ ডলার। অন্যদিকে যুক্তরাজ্যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ৪০৭৭ ডলারে শিক্ষকতায় নিযুক্ত হলেও একজন অধ্যাপকের সর্বোচ্চ বেতন ৮৩৬৯ ডলার। ভারতের সঙ্গে বাংলাদেশের জিডিপির পার্থক্য আকাশচুম্বী না হলেও শিক্ষকদের বেতন কাঠামোর পার্থক্য এভারেস্ট সমান। ভারতে একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রতি মাসে ৬০ হাজার রুপি; আর একজন অধ্যাপক এক লাখ ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত বেতন পেলেও এ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১৩৫ ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আমরা যে পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র বলে প্রতিদিন একশ'বার গালমন্দ করি। সেই পাকিস্তানেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মানী প্রদানের ক্ষেত্রে আমাদের থেকে অনেক এগিয়ে। পাকিস্তানের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক মাসে দুই লাখ তিন হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত সম্মানী পান।
বাংলাদেশের কাছাকাছি যেসব দেশের জিডিপি সেই মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান, ইথোপিয়া, আফ্রিকার দেশ নাইজেরিয়া এবং সুদূর আমেরিকা মহাদেশের ব্রাজিলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন আমাদের থেকে কয়েকগুণ বেশি। ওই সব দেশে একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বেতন পান যথাক্রমে : ১০৩৭, ৮৬৪, ২৭৫৮ এবং ১৮৫৮ ডলার। আর অধ্যাপকের সর্বোচ্চ বেতন যথাক্রমে : ২৩০৪, ১৫৮০, ৬২২৯ এবং ৪৫৫০ ডলার।
যদিও বর্তমান আওয়ামী লীগ সরকার বহুবার শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন ও উচ্চবেতন নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রদান করেছে। 'সংকট মোচন ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে আওয়ামী লীগের রূপকল্প ২০২১ সাল কেমন বাংলাদেশ দেখতে চাই' শীর্ষক প্রবন্ধে 'শিক্ষা' উপ-শিরোনামেও বিষয়টি বলা হয়েছে। প্রবন্ধটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে : '২০১৪ সালে নিরক্ষরতা সম্পূর্ণ দূর, শিক্ষার মানোন্নয়নে বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞানসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষকদের উচ্চতর বেতন সুবিধা নিশ্চিত করা হবে' ('ভিশন ২০২১', ঘোষণাপত্র ও গঠনতন্ত্র, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা : ২০০৯, পৃ. ৫১)। ২০০৮ ও ১৪ সালের নির্বাচনী ইশতেহার ও জাতীয় শিক্ষানীতিতেও ওই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে স্থায়ী পে-কমিশন, শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন গঠন ও সম্মানজনক সম্মানী প্রদানের কথা বলা হয়েছিল। ২০১৪ সালের ইশতেহারেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পৃথক বেতন স্কেল প্রদান ও স্থায়ী বেতন কমিশন গঠনের বিষয়টি উল্লেখ ছিল (পৃ. ৩৪)। ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতেও বলা হয়েছে : 'আর্থিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সব স্তরের শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন করা হবে' (পৃ. ৫৮)। এসব প্রতিশ্রুতির সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৬৯তম অধিবেশনে প্রধানমন্ত্রীর 'অস্ত্র নয় শিক্ষায় বিনিয়োগ করার' আহ্বান শিক্ষকদের আশান্বিত করেছিল যে, অচিরেই হয়তো তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও জাতীয় শিক্ষানীতিতে থাকা সত্ত্বেও পে-কমিশনের 'স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন করা যাবে না' মর্মে সুপারিশ সব স্তরের শিক্ষকদের হতাশ করেছে। উপরন্তু এমন বক্তব্য ভবিষ্যতে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মনে হয়।
দুই. নির্বাচনী ইশতেহার, জাতীয় শিক্ষানীতি এবং প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীলদের বারবার প্রতিশ্রুতি প্রদান প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরের শিক্ষকদের বহুবার আশান্বিত করেছে। বর্তমান সরকার তাদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করবে বলে তারা বিশ্বাস করেছে। কিন্তু প্রতিবারের মতো এবারও পে-কমিশনের সুপারিশে সে বিষয়টি উপেক্ষিত হওয়ায় শুভঙ্করের ফাঁকি ধরা পড়েছে। আর ওই বক্তব্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সেবার বদলে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করতে উৎসাহিত করবে। তারাও অন্যান্য লাভজনক প্রতিষ্ঠানের মতো নিজের আর্থিক সুবিধা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বেতনের বোঝা চাপিয়ে দিতে অথবা নানা প্রাসঙ্গিক ও প্রাসঙ্গিক খাত দেখিয়ে অর্থ আদায়ের সুযোগ খুঁজবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্থক্য বুঝতে ব্যর্থ বর্তমান পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করা কঠিন হবে। অধিক অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেমন সান্ধ্যকালীন কোর্স চালু করার প্রবণতা বাড়বে; তেমনি অন্য স্তরের শিক্ষকরাও নানা বৈধ ও অবৈধ উপায়ে আয় বাড়াতে উদ্যোগী হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়েও উচ্চ অর্থ ব্যয় করে শিক্ষাগ্রহণ করা শিক্ষার্থীর অভাব হবে না। ফলে শিক্ষার বাণিজ্যিকীকরণের পাশাপাশি ছাত্রদের বেতন, পরীক্ষা ও ভর্তি ফি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পে-কমিশনের এই সুপারিশ বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনের 'কপি অ্যান্ড পেস্ট' বলে মনে হচ্ছে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বহুবার শিক্ষায় বিনিয়োগের বদলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
পরিশেষে, বর্তমান পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করে জাতীয় শিক্ষানীতির আলোকে নতুন একটি কমিশন গঠনের প্রস্তাব করছি। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল : 'সব স্তরের শিক্ষকদের মর্যাদা ও বেতনভাতাসহ সুযোগ-সুবিধার জন্য যথাযথ ব্যবস্থার সুপারিশ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব মহলের প্রতিনিধিত্ব সংবলিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে।' প্রধানমন্ত্রীর কাছে সেই প্রতিশ্রুতি রক্ষার জোর দাবি জানাচ্ছি। আর সরকারি-বেসরকারি অথবা এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে শ্রেণিবৈষম্য রোধে প্রতিটি পর্যায়ের শিক্ষকদের মূল বেতন একই নির্ধারণের বিষয়টি ভাবতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি।
লেখক : সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
salah.sakender@gmail.com
 Source: http://www.bd-pratidin.com/editorial/2015/01/14/56035

Monday, December 8, 2014

শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের প্রস্তাব


শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও বেতন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের সূত্র জনায়, গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের বিষয়ে প্রক্রিয়া শুরু করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর ২২ অক্টোবর মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। এতে শিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়ানোর কথা বলা হয়। ওই প্রস্তাবের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিকনির্দেশনা দিয়ে মন্ত্রণালয়কে বলা হয়, বর্তমানে যেহেতু একটি বেতন কমিশন কাজ করছে, সে জন্য এ-সংক্রান্ত কাগজপত্র কমিশনের কাছে জমা দিতে হবে। এরপর মন্ত্রণালয় বেতন কমিশনের কাছে এই প্রস্তাব পাঠায়।
Source: http://www.prothom-alo.com/bangladesh/article/391183

Thursday, December 4, 2014

অধ্যাপক আব্দুর রাজ্জাকের IEEE এর সিনিয়র সদস্যপদ লাভ

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার্স বা IEEE এর সিনিয়র সদস্য হিসাবে উন্নীত হয়েছেন। IEEE হচ্ছে সারা বিশ্বে কম্পিউটার, টেলিযোগাযোগ, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক্যাল বিষয়ক সর্বোচ্চ সংগঠন। মোলিক গবেষণা বিষয়ক অনেক প্রকাশনা, বিভিন্ন প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা, সম্মেলনে অংশগ্রহন ইত্যাদি বিষয়ে কঠোর মূল্যায়নের পরেই সাধারনত এধরনের সদস্যপদ দেয়া হয়। অধ্যাপক আব্দুর রাজ্জাক তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন এই সদস্য পদ তার গবেষণা ক্যারিয়ারের জন্য এক অন্যতম মাইলফলক যার জন্য তিনি অনেকদিন থেকে অপেক্ষায় ছিলেন। উল্লেখ্য গুগল সাইটেশনে ড. রাজ্জাক i10 ইন্ডেক্সে অন্তর্ভূক্ত হয়েছে্ন যার অর্থ হছে তার প্রকাশিত প্রবন্ধসমূহ বিজ্ঞানীদের মাঝে যথেষ্ঠ জনপ্রিয়।

Google scholar link: https://scholar.google.com/citations?user=0wC5fMUAAAAJ&hl=en
LinkedIn Profile: http://www.linkedin.com/pub/md-abdur-razzaque/9/61b/a63


প্রফেসর রাজ্জাকের ফেসবুক স্ট্যাটাসটি এখানে তুলে দেয়া হলঃ

"A long awaiting email to share with...
-----------------------------------------
Dear Md. Abdur Razzaque,

It is a great pleasure to congratulate you on your elevation to the grade of IEEE Senior member. IEEE Senior Membership is an honor bestowed only to those who have made significant contributions to the profession.

Congratulations on this significant milestone, and thank you for your contributions to the profession, and to IEEE.

Sincerely,
Don Wright
Chair, IEEE Admission and Advancement Committee
----------------------------------------------------------------------"

আরো পড়ুনঃ
বাংলাদেশি বিজ্ঞানীদের দারুণ উদ্ভাবন!: স্বয়ংক্রিয়ভাবে চালককে সতর্ক করার উপায়