বাংলাদেশে সত্যিকারের আন্তর্জাতিক মানের বিজ্ঞানী ওই একজনই ছিলেন। আর তিনি হলেন জামাল নজরুল ইসলাম। আমরা অনেককেই প্রতিথজশা বিশিষ্ঠ বিজ্ঞানী বলি কিসের ভিত্তিতে আমার ক্ষুদ্র মস্তিস্কে সত্যি ঢুকে না। আমাদের দেশে যার যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল তা কখনো দেওয়া হয়নি। এই মানুষটিকে যতটুকু সম্মান দেওয়ার কথা ছিল দিয়েছি কি? এই মানুষটির কাছ থেকে যতটুকু নেওয়ার কথা ছিল নিয়েছি কি? মানুষটি এই দেশটিকে প্রচন্ড ভালবাসতেন আর তাইত বিদেশে আরাম আয়েশে থাকতে পারার সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্যেও দেশে ফিরে এসেছেন। গতকাল 16 March ছিল উনার মৃত্যু দিবস। কোথাও কোন স্মরণ সভা এমন কি রেডিও TV-তে এই বিশেষ দিনের আলোকে কোন অনুষ্ঠান কি হয়েছে? আমার জানা নেই। গুনি মানুষের কদর এই দেশে কখনো হয়নি। কদর করতে না পারার দেশগুলোর মধ্যে পাকিস্তান সম্ভবত পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে শীর্ষে। তারা সম্মান দেখাতে পারেনি প্রফেসর আব্দুস সালামের মত বিজ্ঞানীকেও। আমরা তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই। এজন্যই গুনি বিজ্ঞানীর সংখ্যা এদেশে এত কম। প্রায় বন্ধা বলা যায়।
কামরুল হাসান
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
0 comments:
Post a Comment