Saturday, June 6, 2015

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দ্বিতীয় বারের মতো সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে মহাসচিব নির্বাচিত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২০১৫ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। গতকাল শুক্রবার (৫ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খবির উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূর, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।
যুগ্ম-মহাসচিব ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি-মেহেদি হাসান, কোষাধ্যক্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী মো. গালিব আহসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা অধ্যাপক ড. রাশেদা আখতার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ- সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান।
Source: http://goo.gl/Tn6Wc0

0 comments:

Post a Comment