Kamrul Hassan
আমি যখনই শিক্ষকদের বেতন বাড়ানো বা স্বতন্ত্র বেতন স্কেল সংক্রান্ত কিছু লিখি তখনই কেউ না কেউ লিখবেই যে, "বেতন বাড়ালেই সম্মান বাড়বে এই ধারনাটি সঠিক বলে আমি মনে করি না"। পদার্থ বিজ্ঞানে আমরা কোন ফেনোমেনা সম্মন্ধে জানতে অনেক সময় ওই ফেনোমেনার প্রধান কন্ট্রোল বা tuning parameter কোনটি তা প্রথমে নির্ণয় করি। তারপর কন্ট্রোল বা tuning parameter-এর দুই এক্সট্রিম value-তে ওই ফেনোমেনার আচরণ লক্ষ্য করি। কন্ট্রোল parameter-এর এক্সট্রিম ভ্যালুতে ফেনোমেনার আচরণ অনেক revealing। তেমনি এক্ষেত্রেও আমরা এক্সট্রিম কেস বিবেচনা করতে পারি।
ধরুন শিক্ষকদের বেতন শুন্য বা বেতন এতই কম যে এটা tends to শুন্যের মতই। তখন কেমন মানুষ শিক্ষকতা পেশায় আসবে তা সহজেই অনুমেয়। অর্থাত কিছু একান্তই ব্যাতিক্রম ব্যাতিত ভালো ছাত্র শিক্ষকতা পেশায় আসবে না বললেই চলে। কারণ কোন বাবামা-ই তাদের সন্তানদের এই পেশায় আসতে কখনো উদ্ধুদ্ধ করবে না। বরং সন্তান যদি কোন চায়ও বাবা এবং মা দুজনেই শুধু না আত্বীয় স্বজনেরাও নিরুৎসাহ করবে। তাই এই পেশাতে কাউকেই পাওয়া যাবে না। অন্য এক্সট্রিম কেস হলো বেতন যদি অসীম হয় অর্থাত অন্যান্য পেশার তুলনায় এত বেশি যে এই বেতনকে tends তো অসীম ধরা যায়। তখনও কেমন মানুষ শিক্ষকতা পেশায় আসবে তা সহজেই অনুমেয়। তখন বাবা মায়েরা তাদের সন্তানদের শিক্ষক বানানোর জন্য ব্যাকুল হয়ে যাবে। ছেলেমেয়েরাও এই পেশায় আসতে উৎসাহিত বোধ করবে। ফলে শিক্ষক হওয়ার জন্য সবাইকে এক্সট্রিম competition-এর মধ্য দিয়ে জয়ী হয়ে আসতে হবে। ফলে ভালো ছাত্র শিক্ষক হওয়ার সম্ভবনা অনেক বেড়ে যাবে। ভালো ছাত্ররা ভালো কর্মের মাধ্যমে এই পেশাকে আরো উচ্চতায় নিয়ে যাবে।
কিন্তু উপরের দুই এক্সট্রিমের কোনটিই feasible বা বাস্তব সম্মত না। তাই আমাদের মাঝা-মাঝি কোন একটা যুক্তিসঙ্গত একটা অংকে দাড় করাতে হবে যেন অন্য পেশার মানুষগুলো বঞ্চিত বোধ না করে এবং একই সাথে শিক্ষকতা পেশাটিকে ব্যাতিক্রম এবং attractive করা যায়। বর্তমানে শিক্ষক সম্মন্ধে সমাজে যে নেতিবাচক ধারণা তৈরী হয়েছে তা এক দিনে তৈরী হয়নি আর তা একজনের কারনেও না। অনেক দিন যাবত শিক্ষকদের বেতন কম এবং inflation এবং buying capacity বিবেচনায় শিক্ষকদের বেতন দিন দিন কমছে। এর ফলে ধীরে ধীরে খারাপ ছাত্ররা শিক্ষকতা পেশায় আসছে। আর তার সাথে যোগ হয়েছে mean রাজনীতি অর্থাত রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ। এর ফলে খারাপ ছাত্ররাই এই পেশায় আসছে। আর তারা এসে এই পেশাকে উচ্চতায় না নিয়ে বরং নিম্নে নিয়ে যাচ্ছে। এখনো বুঝেননি?
কামরুল হাসান
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
0 comments:
Post a Comment