Sunday, August 16, 2015

বিশ্ববিদ্যালয় অচল করার হুমকি জবি শিক্ষকদের


বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের দাবি মেনে না নিলে ১ সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘট ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে অচল করার হুমকি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
রবিবার সকাল ১০টা থেকে প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও স্বতন্ত্র স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনকালে এ হুমকি দেন শিক্ষক
নেতারা।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আলী নূর বলেন, ‘আগস্টের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে সেপ্টম্বর থেকে আরও কঠোর আন্দোলনে যাবো।’
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করতে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করুন। আমাদের দাবি মেনে নিন।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘আমরা চাইলে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। কিন্তু বেতন না বাড়ালে ছাত্র-ছাত্রীরাই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবে। তখন সরকার বেকায়দায় পড়বে।’
এদিকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের পূর্বঘোষণা থাকলেও কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
কর্মসূচি থেকে জানানো হয়, আগামী রবিবার আবারও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি চলবে।

Source:http://www.banglatribune.com/news/show/107620/

0 comments:

Post a Comment