Tuesday, August 18, 2015

"আজব রাষ্ট্রের শিক্ষা দর্শন"

(ড: মো: ফজলুল করিম, সহকারী অধ্যাপক, কুমামতো বিশ্ববিদ্যালয়, জাপান)

আজব রাষ্ট্র মাথা খারাপ শিক্ষক তাই মূল্যহীন,
উল্টা পাল্টা ভাবনায় আছে জাতি করতে গতিহীন।
বিশ্ব যখন শিক্ষাখাতকে অগ্রাধিকারে রাখে,
আমার দেশের প্রয়াস তখন অবনমনের বাঁকে!

প্রস্তাবিত সুপারিশে তাই শিক্ষক গেল নেমে,
চেষ্টায় আছে মূর্খ সভা কেমনে শিক্ষা থামে।
তারা ভাবে শিক্ষা দিয়ে কি আর এমন হবে?
টাকা হলে কত ডিগ্রী এমনি এমনি পাবে।

মেধা দিয়ে তো আর দেশ চলে না ওঁরা থাকুক পরে,
যাদের দরকার তাদের বাড়াও নিয়ে আসো ঘরে।
বাড়ি দাও গাড়ি দাও যত ইচ্ছে তত,
ওদের যে খুব প্রয়োজন সারাতে সকল ক্ষত!

শিক্ষক তাই হোক না শ্রীহীন আসে যায় না তাতে,
ওঁরা থাকুক কুড়ে ঘরে কোন মতে মুঠো ভাতে।
চিল্লা চিল্লি করবে ক'দিন থেমে যাবে কিছু পরে,
সুবিধাভোগী অনেকেই আছে যারা মোদের ঘরে।

হয়তো থামবে রয়ে যাবে বিশাল ক্ষত ছবি,
মেধাশূন্য দেশ টা হবে এটা সত্যি খুবই।
তবু ভাবি একদিন কেউ দেশের জন্য হবে,
সঠিক ধারায় ফিরবে দেশ অনেক গতি পাবে।

Link: http://newsoftheworld24.blogspot.kr/2015/08/blog-post_601.html

0 comments:

Post a Comment