Monday, August 24, 2015

বিভিন্ন সরকারী ট্রেনিং এ কারা যায়? কি করে?

 Rakib Ahmed

অফিসে ইন্দোনেশীয় পরিসংখ্যান দলের কিছু সদস্য এসেছে, প্রায়ই আসে। উদ্দেশ্য দেশে ফিরে গিয়ে অস্ট্রেলীয় অভিজ্ঞতা কাজে লাগানো। অস্ট্রেলীয় সরকারের খরচে এমন সুযোগ কে না কাজে লাগাতে চাইবে। গত বছর বাংলাদেশী একটা দলও ঘুরে গেছে।
কথা হচ্ছিল আন্তর্জাতিক দলগুলোর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত আমাদের এক সহকর্মীর সাথে। কথাপ্রসঙ্গে জানতে পারলাম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাপুয়ানিউগিনি সহ অপেক্ষাকৃত কম উন্নত দেশগুলোকে অস্ট্রেলীয় এইডের অংশ হিসাবে এখানে ট্রেনিং এ আনতে তাদের আগ্রহের কথা। বাংলাদেশের নামটা উহ্য থাকায় তাকে মনে করিয়ে দিতে চাইলাম। উত্তর পেলাম একেবারে অপ্রত্যাশিত - "Not any more." অপ্রস্তুত ভাবটা যতটা সম্ভব চাপা দিয়ে কারন জানতে চাইলাম। বল্লো,
- They've cancelled their trips six times.
- হয়ত বাজেট পাশ হয়নি?
- No, it's funded by the Australian Govt. 
- তাহলে?
- They couldn't simply decide who to send. Dealing with them is very time consuming. 
বুঝলাম, তাই আর কথা বাড়াতে চাইলাম না। কিন্তু ও বলেই চল্লো,
- Moreover, last time they sent mostly high level management people who had no technical interest or background. Since the first day of their week-long training they went out early for lunch break and only a few returned. The schedule wasn't followed and their interest was mainly in shopping.
- দুর্ভাগ্যজনক!
- It is unfortunate.
প্রস্থান করলাম।

রাকিব আহমেদ
পরিসংখ্যান ব্যুরো, অস্ট্রেলিয়া

0 comments:

Post a Comment