স্বতন্ত্র বেতন স্কেল ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা পূর্ণ দিবস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা দুই ঘণ্টা কর্মবিরতি করেন।
সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা দেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন দুই ধাপ কমানোর এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত বেতন কাঠামোকে ‘অবমাননাকর’ মন্তব্য করে তিনি বলেন, “প্রস্তাবিত বেতন কাঠামোর এ সুপারিশ বাতিল করে কাঠামো পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের জন্য আমরা মে মাস থেকে আন্দোলন করে আসছি।”
রোববারের এ কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস হয়নি বলে জানান তিনি।
এদিকে রোববার বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের নিয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে।
ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে এই ধর্মঘট চালাতে চান না মন্তব্য করে তিনি বলেন, “আগামীকালের মধ্যে যদি এ সমস্যার সুরাহা না হয়, তাহলে ১১ অগাস্ট ঢাকায় আমাদের সম্ভাব্য সভা থেকে ক্লাস-পরীক্ষা বয়কটের মতো লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”
কর্মসূচিতে আরও বক্তব্য দেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, প্রাণিবিদা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ফজলুল হক প্রমুখ।
Source: http://bangla.bdnews24.com/bangladesh/article1008639.bdnews
0 comments:
Post a Comment