তানভীর এম এইচ আরিফ
মানুষ হলে কবেই মারা যেতে, এত ত্যাগ কি সম্ভব? স্কুল হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এত বছর এক টানা ভাল ফলাফল ধরে রাখা তাও আবার আলাউদ্দিনের চেরাগ ছাড়া। এমফিল, পি-এইচ-ডি করে কোন বিষয়ে গভীর জ্ঞানার্জন করলে। এত কিছুর পর হলে শিক্ষক। তোমার ক্লাস ফাঁকি দেওয়া বন্ধুটা যখন অনেক টাকাপয়সার মালিক, লেক্সাসে চড়ে ঘুরে বেড়ায়, তখন তোমার সুজুকি অল্টো কিংবা টাটা ন্যানো গাড়িটিও তাদের অনেকে সহ্য করতে পারে না, বলে শিক্ষকের আবার এই সবের কি দরকার?
তোমার কোন রকমে টেনে টুনে পাস করা বন্ধুটা যখন নতুন ১৯০০ স্কয়ার ফিটের বাসায় তোমাকে মিলাদের দাওয়াত
দেয়, তখন তুমি গর্ব করে বল, আমার বন্ধু বলেই এইটা সম্ভব হয়েছে। কিন্তু তোমার ৯০০ স্কয়ার ফিটের বাসা নিয়ে তাদের অনেক সংশয়, অনেক কানা ঘোষা, প্রশ্ন শিক্ষকের কেন ফ্ল্যাট দরকার?
শিক্ষক সমিতির নেতারা যখন মন্ত্রী মহোদয়ের কাছে একটু ভাল যানবাহনের দাবী জানান, তখন তারা বলেন শিক্ষকদের এত দামী গাড়ির দরকার কি, একটা হলেই তো হল, শিক্ষক মানেই হল ধুলা বালিতে জর্জরিত একটি দেহ।
নতুন পে স্কেল যারা করলেন, তাদেরকে পে স্কেল কি? কত প্রকার? কিভাবে করতে হয়? তা যারা শিখিয়েছেন তাদেরকে অপমান করে পে স্কেল দেওয়া হয়।
গুটি কয়েক অযোগ্য শিক্ষকের জন্য গোটা শিক্ষক সমাজকে গালি দেওয়া অর্ধ শিক্ষিত এক শ্রেণীর লোকের নিত্য কর্ম হয়ে দেখা দিয়েছে।
এহেন পরিস্থিতিতে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব, তুমি বেঁচে আছ কারন এই দেশের আরো অনেক হত-দরিদ্রের মতন তুমিও মানুষ নও।
লেখক- তানভীর এম এইচ আরিফ, সহযোগী অধ্যাপক,
ফাইন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Source:http://dhakarnews.com/index.php/mukto/item/28636-2015-06-19-17-01-05
দেয়, তখন তুমি গর্ব করে বল, আমার বন্ধু বলেই এইটা সম্ভব হয়েছে। কিন্তু তোমার ৯০০ স্কয়ার ফিটের বাসা নিয়ে তাদের অনেক সংশয়, অনেক কানা ঘোষা, প্রশ্ন শিক্ষকের কেন ফ্ল্যাট দরকার?
শিক্ষক সমিতির নেতারা যখন মন্ত্রী মহোদয়ের কাছে একটু ভাল যানবাহনের দাবী জানান, তখন তারা বলেন শিক্ষকদের এত দামী গাড়ির দরকার কি, একটা হলেই তো হল, শিক্ষক মানেই হল ধুলা বালিতে জর্জরিত একটি দেহ।
নতুন পে স্কেল যারা করলেন, তাদেরকে পে স্কেল কি? কত প্রকার? কিভাবে করতে হয়? তা যারা শিখিয়েছেন তাদেরকে অপমান করে পে স্কেল দেওয়া হয়।
গুটি কয়েক অযোগ্য শিক্ষকের জন্য গোটা শিক্ষক সমাজকে গালি দেওয়া অর্ধ শিক্ষিত এক শ্রেণীর লোকের নিত্য কর্ম হয়ে দেখা দিয়েছে।
এহেন পরিস্থিতিতে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব, তুমি বেঁচে আছ কারন এই দেশের আরো অনেক হত-দরিদ্রের মতন তুমিও মানুষ নও।
লেখক- তানভীর এম এইচ আরিফ, সহযোগী অধ্যাপক,
ফাইন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Source:http://dhakarnews.com/index.php/mukto/item/28636-2015-06-19-17-01-05
0 comments:
Post a Comment