রাজধানীর বেইলি রোডে মন্ত্রী ও মিরপুরে আমলাদের জন্য ১ হাজার ৯২টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করবে সরকার। এজন্য ব্যয় হবে ৯৬৪ কোটি টাকা। এর মধ্যে ১১৩ কোটি টাকা ব্যয়ে মন্ত্রীদের জন্য ২৮টি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ৮৫২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৬৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত দুটি আলাদা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা। নতুন অর্থবছরে এসব ফ্ল্যাট নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জানা গেছে, গত কয়েক বছরে মন্ত্রিপরিষদের আকার অনেক বড় হয়েছে। সে ধারাবাহিকতায় মন্ত্রীপাড়ায় আবাসন সুবিধা বাড়ানো সম্ভব হয়নি। ফলে মন্ত্রীদের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থা অপ্রতুল রয়েই গেছে। এ কারণেই মূলত ২৮টি ফ্ল্যাট বিলাসবহুল নির্মাণ করা হচ্ছে। ২০১৮ সালের জুনের মধ্যে এ ফ্ল্যাটগুলো নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি বাসা সংকট সমাধানে বেইলী রোডে মন্ত্রীদের জন্য প্রস্তাবিত ভবনের নাম হবে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট-৩। ১৫ তলাবিশিষ্ট ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জায় সরকারি কর্মকর্তাদের তুলনায় একটু বেশি ব্যয় হবে। এসব ফ্ল্যাটের আকার সাড়ে তিন হাজার বর্গফুটের। এছাড়া সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিতব্য ফ্ল্যাটের আকার হবে সাড়ে ১২শ থেকে দেড় হাজার বর্গফুট। ১৫টি বহুতল ভবনে এসব আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এগুলোর কোনো কোনোটির উচ্চতা ২০ তলা পর্যন্ত। ঢাকা শহরে অবস্থানরত সাড়ে তিন লাখের বেশি সরকারি চাকরিজীবীর জন্য প্রকল্পগুলো যথেষ্ট নয়। কারণ রাজধানীতে বসবাসকারী ১৫ হাজার সরকারি চাকরিজীবীর আবাসনের ব্যবস্থা রয়েছে। এ ফ্ল্যাটগুলো নির্মাণ হলে আরও প্রায় এক হাজার ৬০০ জনের আবাসনের ব্যবস্থ্যা হবে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট রয়েছে। সেটি দূর করার জন্য কয়েকটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে। যা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। তিনি বলেন, দেড় হাজারেরও বেশি ফ্ল্যাট নির্মাণ হলে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট কিছুটা কমবে।
এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান বলেন, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে। বিষয়টি সরকারের সবপর্যায়ে অবগত আছে। এজন্য পরিকল্পনা কমিশনের অনুমোদনের পাইপলাইনে কয়েকটি প্রকল্প আছে। এর মধ্যে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ সংক্রান্ত প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাব একনেকের সভায় অনুমোদনের জন্য খুব শিগগিরই উপস্থাপন করা হতে পারে।
উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয়ে কর্মরতদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর আগে ২০০৯ সালে ঢাকা শহরের সরকারি চাকরিজীবীদের জন্য ৪০৮টি ফ্ল্যাট নির্মাণ করে সংস্থাটি।
Published in: http://www.jugantor.com/current-news/2015/10/13/336430
0 comments:
Post a Comment