Sunday, October 11, 2015

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারন সভার সিদ্ধান্তসমূহ

আজ ১২/১০/২০১৫ তারিখ সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্বাবিদ্যালয়ের সাইন্স বিল্ডিং এ শিক্ষক সমিতির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৮ম জাতীয় বেতন কাঠামো সম্পর্কে আলোচনা হয়। শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সজিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা যায়।

আলোচনার শুরুতে শিক্ষকগন ৮ম জাতীয় বেতন কাঠামো প্রনয়নের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।কিন্তু ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের মর্যাদাহানি হয়েছে বলে সকলে মনে করেন। উপস্থিত শিক্ষকবৃন্দ মনে করেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের মর্যাদার সংগে দেশ ও জাতীর ভবিষ্যত জড়িয়ে আছে। তাই মর্যাদার প্রশ্নে তারা ছাড় দিতে রাজি নন। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষকগনের স্বতন্ত্র বেতন কাঠামো প্রনয়নের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। চলমান আন্দোলনকে সফল করার লক্ষে জাককানবি শিক্ষক সমিতি নিম্নলিখিত সিদ্ধান্ত সমুহে একমত হনঃ 

১। বিশ্ববিদ্যালয় শিক্ষকগনের জন্য সম্মান জনক স্বতন্ত্র বেতন কাঠামো প্রনয়নের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেয়া পদক্ষেপের সঙ্গে নীতিগত একাত্মতা প্রকাশ ও সমর্থন জানানো হয়।

২। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কে ফেডারেশন হতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য শিক্ষক সমিতি ফেডারেশন নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

৩। জাককানইবি শিক্ষক সমিতির কার্যকরি পরিষদ, নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য, চলমান আন্দোলন এবং অন্যান্য বিষয়ে মতবিনিময়ের জন্য শিক্ষক সমিতি ফেডারেশনের নের্তৃবৃন্দের সঙ্গে ঢাকায় একটি বৈঠক করবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। এ নিমিত্তে জাককানইবি শিক্ষক সমিতি ফেডারেশনের নের্তৃবৃন্দের সঙ্গে পূর্বেই যোগাযোগ করে সময় নির্ধারণ করবে।

৪। ৩১ শে অক্টোবরের পুর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দাবি সমূহ উপেক্ষা করে যদি কোন গেজেট প্রকাশ হয় তবে, তা প্রকাশের পরের কার্যদিবস হতে জাককানইবি শিক্ষকগন লাগাতার সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন।

৫। যদি ৩১ শে অক্টোবর, ২০১৫ এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকগনের এই যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়া না হয় তবে, ১লা নভেম্বর হতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে একাত্ম হয়ে আন্দোলন কর্মসূচী পালন করবেন। তবে বিষয়টির সুরাহা না হলেও যদি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ১লা নভেম্বর হতে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণায় ব্যর্থ হয়, জাককানইবি শিক্ষক সমিতি ২রা নভেম্বর হতে লাগাতার সর্বাত্মক কর্মবিরতি সহ আরো অন্যান্য কর্মসূচী পালন করবে। 

৬।৮ম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকগনের অবনমনের প্রতিবাদে ৩১ অক্টোবর পর্যন্ত জাককানইবি শিক্ষকগন কালো ব্যাচ ধারণ করে স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহন করবে।

0 comments:

Post a Comment