Thursday, September 17, 2015

লোকদেখানো নয় বরং দেশের উন্নয়নের জন্যই শিক্ষকের যথাযথ মর্যাদা দিতে হবে

Kamrul Hassan

বাড়িতে মিলাদ দিলে, শুক্রবার নামাজ পড়তে গেলে অথবা কেউ মারা গেলে আমরা মসজিদের ঈমাম সাহেবদের সরনাপন্ন হই। ওইটুকু সময়ই উনারা সম্মান পায়। তেমনি শিক্ষকদেরকেও আজ ওই ক্লাস-রুম পর্যন্তই সম্মান দেওয়া হয়। এবার নতুন বেতন স্কেলের মাধ্যমে অত্যন্ত সুচতুরভাবে কফিনের শেষ পেরেগ মারার ব্যবস্থাটা সম্পন্ন হয়েছে। অথচ সরকার যদি শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে পারে কেবল তখনই এই রাষ্ট্রের উন্নতি সম্ভব। এত বিপুল জনগোষ্টির এই ক্ষুদ্র ভুখন্ডে মানুষই হতে পারে সেরা সম্পদ যদি তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি। আর এই কাজের কারিগর হলো শিক্ষক। আমাদের শিক্ষার curriculum, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া মারাত্মকভাবে অবহেলিত। এই বিষয়গুলোতে যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল তার ছিটেফোটাও দেওয়া হয়নি। তাকিয়ে দেখুন সরকারী primary স্কুলগুলোর দিকে। স্কুলের শিক্ষকদের মান থেকে শুরু করে স্কুলের ভৌত অবকাঠামো কোন কিছুই ঠিক নেই। চোখ কান খুলে একটু বহির্বিশ্বে তাকিয়ে দেখুন কারা উন্নত ছিল, কারা এখন উন্নত আর কারা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। যে জাতি যত বেশি শিক্ষিত সেই উন্নতি করেছে। আবার ওহীর মাধ্যমে শিক্ষিত হওয়ার সুযোগ নেই। আমাদেরকে শিক্ষকের মাধ্যমে কষ্ট করে শিক্ষা অর্জন করতে হবে।

আজ ঘোষণা দিন যে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন ৫০০০০ টাকা। দেখুন কেমন ছাত্ররা ওখানকার শিক্ষক হয়? আজ ঘোষণা দিন যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বেতন ৮০০০০ টাকা। দেখুন কেমন ছাত্ররা ওখানকার শিক্ষক হয়? আজ ঘোষণা দিন যে, কলেজের শিক্ষকদের বেতন ১০০০০০ টাকা। দেখুন কেমন ছাত্ররা ওখানকার শিক্ষক হয়? আর আজ ঘোষণা দিন যে, প্বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ১৫০০০০ টাকা। দেখুন কেমন ছাত্ররা ওখানকার শিক্ষক হয়? আবার এই শিক্ষকরা তৈরী করবে তাদের থেকে better ছাত্র। তারা যখন শিক্ষক হবে আরো better ছাত্র তৈরী হবে। বাবা মায়েরা তখন ছেলেমেয়েদের উদ্ধুদ্ধ করবে শিক্ষক হওয়ার জন্য। ওটাই হবে launching প্যাড। এভাবে এই ফিড ব্যাক ব্যবস্থা কিছুদিন চললে বিপ্লব ঘটে যাবে দেশে। কথা হলো আমরা কি এরকম বিপ্লব চাই কিনা? নাকি নিজেরা নিজের দেশকে পঙ্গু করে রাখব। দিন দিন অবাসযোগ্য বানিয়ে নিজের দেশকে ফেলবো আর যে যেভাবে পারি দেশ ছেড়ে পালাব? সময় এসেছে ভাববার। এখনই ভাবতে হবে এবং এখনই ডিসিশন নিতে হবে।

অর্থাত সকল শিক্ষকদের জন্য একটা comprehensive স্বতন্ত্র বেতন স্কেলই আমাদের একমাত্র দাবি হওয়া উচিত। আমাদেরকে দেশের কথা ভাবতে হবে, শুধু নিজের কথা না।

কামরুল হাসান
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

0 comments:

Post a Comment