Wednesday, September 9, 2015

বাংলাদেশ সরকার কি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কি আদমজী জুটমিলের মত অকার্যকর বানাতে চাচ্ছে?


বাংলাদেশের দরিদ্র কৃষক, দিনমজুরের মেধাবি ছেলেমেয়েদের উচচ শিক্ষার একমাত্র আশ্রয়স্থল হলো পাবলিক বিশ্ববিদ্যালয় (সরকারী নয়, জনগনের বিশ্ববিদ্যালয় ) গুলো । দেশবরেণ্য, দক্ষ ও মেধাবি শিক্ষকদের কাছে জ্ঞ্যান লাভের উদ্দেশ্য নিয়ে তাঁরা ভর্তি হয় এখানে। তাদের কেউ কেউ ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করে, যায় পি এইচ ডি করার জন্য দেশের বাহিরে। ইতোমধ্যেই দূর্বল বেতন কাঠামো, গবেষণাকাজের অপ্রতুল সুযোগসুবিধা, ও সার্বিক সামাজিক নিরাপত্তার অভাবের কারনে অনেক উজ্জ্বল সম্ভাবনাময় শিক্ষক/ গবেষক দেশে ফিরে আসছেন না । কেউ কেউ দেশে বা এশিয়ার ই অন্য কোন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান এ উচচবেতনে যোগদান করছেন। অষ্টম বেতন কাঠামো ও মন্ত্রীমহোদয়দের বক্তব্য শুনে বেশ কিছু মৌলিক প্রশ্ন জাগছে মনে: ১. বাংলাদেশ সরকার কি মেধাবি শিক্ষকদের দেশত্যাগ করতে বলছে? মেধাপাচারকে উৎসাহিত করছে? ২. গরীব ছাত্র ছাত্রীদেরকে মানসম্মত উচ্চশিক্ষা গ্রহনে বাধাগ্রস্থ করছে? ৩. শিক্ষাকে কি পরিপূর্ণ ভাবে বাণিজ্যিকিকরণ কে উৎসাহিত করছে? ৪. পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কি আদমজী জুটমিলের মত অকার্যকর বানাতে চাচ্ছে ?

Md. Abdur Razzaque
Professor, University of Dhaka

0 comments:

Post a Comment