Monday, September 21, 2015

"স্বতন্ত্র স্কেল চাই, অন্য কোন দাবি নাই!!"

২০০৯ঃ শিক্ষা বিভাগের দায়িত্ব নিয়েই তিনি জানিয়ে দিলেন "শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হবে"
মনের কথা মুখে আনার আগেই এমন আশ্বাস বানী শুনে শিক্ষক সমাজ গদগদ
 আমাদের ত্রাণকর্তা এসে গেছেন, আমাদের আর কিচ্ছু চাইতে হবে নাকো।।

২০১০ঃ তিনি আবার বললেন "শিক্ষকদেরকে আমি মাথায় করে রাখতে চাই",

 শিক্ষানীতি হল
 বিচ্ছিন্ন শিক্ষক সমাজ আরামে ঘুম দিলো

আশ্বাস দাতা বলেই চললেন-----

২০১১ঃ ‘শিক্ষকদের জন্য আলাদা স্কেল হচ্ছে’
            বিচ্ছিন্ন শিক্ষক সমাজঃ কবে হচ্ছে? কবে হবে?
২০১২ঃ ‘শিক্ষকদের জন্য শিঘ্রই আলাদা স্কেল ’
           বিচ্ছিন্ন শিক্ষক সমাজঃ কবে হচ্ছে? কবে হবে?
২০১৩ ‘শিক্ষকদের জন্য আলাদা স্কেল চূড়ান্ত হচ্ছে’
           বিচ্ছিন্ন শিক্ষক সমাজঃ কবে হচ্ছে? কবে হবে?
২০১৪ঃ ‘শিক্ষকদের জন্য আলাদা স্কেলের কাজ চলছে’
          বিচ্ছিন্ন শিক্ষক সমাজঃ কবে হচ্ছে? কবে হবে?
২০১৫ ‘আর কয়েক মাসের মধ্যেই শিক্ষকদের জন্য আলাদা স্কেল’
          বিচ্ছিন্ন শিক্ষক সমাজঃ কোন মাসে হচ্ছে? কোন মাসে হবে?

এই পর্যায়ে শিক্ষক সমাজ কিছুটা হতাশ, কিন্তু জাতির বিবেক তো, তাই আরো ধৈর্য, ......আরো ধৈর্য.........আরো ধৈর্য......

দৃশ্যপটে আবির্ভাব ঘটলো পয়সাওয়ালা এক জ্ঞানী ব্যাক্তির

 "জ্ঞানহীন!!, করাপ্ট!!, এদের এত সম্মান কিসের?
 যা দিয়েছি ঢের!!"

এইবার বুঝি ঘা লাগলো আতে
তাইতো সবাই হলো একসাথে
স্বতন্ত্র স্কেল চাই
অন্য কোন দাবি নাই

দৃশ্যপটে আবার শিক্ষাদাতা
"আপনি যে কি করেন যা-তা
দেনতো দেখি আমার কাছে ছেড়ে
শান্তশিষ্ট হলেও এদের কাজ হবে না ঘা মেরে
শিক্ষা দেব কাজের মাঝে,  প্লান আছে মাথায়
মুখের কথা বলতে হবে, রাখতে হবে আশায়
ধৈর্য ধরে দেখেন শুধু, দেন একটু সময়
সকল দাবি সকল কিছু, পাঠিয়ে দেবো কোমায়"

কিন্তু, 
এবার উঠেছে জেগে
কথার যাদুতে পার পাবে না সে-যে
আন্দোলন থামবে যবে
কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে তবে।।
                               
                           == মহাকাব্যের অতি সংক্ষিপ্ত সংস্করন ==

আরো পড়ুনঃ

শিক্ষকদের জন্য আলাদা স্কেল হচ্ছে শিক্ষামন্ত্রী-2013
শিক্ষকদের পৃথক বেতন কাঠামোর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী-2014
শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামো শিক্ষানীতিতেই আছে-2015

শিক্ষকদের পৃথক বেতন কাঠামো বিবেচনাধীন , প্রধানমন্ত্রী 2011
শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বাজে মন্তব্য-2015

1 comments: