Sunday, September 13, 2015

প্রাইমারি অধিদপ্তরে প্রশাসন ক্যাডারের পদায়ন কেনো অবৈধ নয়


ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল পদে প্রশাসন ক্যাডারের পদায়ন কেনো অবৈধ হবে না এই মর্মে উচ্চ আদালত একটি রুল জারি করেছেন। ড. কাজী রেজাউল হক এবং আবু তাহের সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত ৬ নম্বর বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
সোমবার, মহামান্য হাইকোর্ট এ ধরনের পদায়ন কেনো অবৈধ হবে না এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পদে কেনো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে পদায়ন দেওয়া হবে না জানতে চেয়ে এ রুল জারি করেন। 



আদালত সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও কম্পোজিশন রুল- ১৯৮০ অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও অন্যান্য পদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে এই পদসমহে প্রশাসন ক্যাডার পদায়ন নিয়ে আসছে।  

১৩ সেপ্টেম্বর ২০১৫ সালে সমিতির বর্তমান নেতৃবৃন্দ এই পদায়ন চ্যালেঞ্জ করে অধ্যাপক ড. নেসওয়ার মিয়াকে বাদী করে উচ্চ আদালতে একটি রিট দাখিল করেন। বাদীর পক্ষে পিটিশনটি দাখিল করেন সিনিয়র আইনজীবি ব্যারিস্টার রফিকুল হক।

জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১জনকে বিবাদী করে রিটটি দায়ের করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এস এইচ এম ফজলে রাব্বী পাওয়ার অব অ্যাটর্নি হিসেবে আদালতে উপস্থিত ছিলেন।

সোমবার ওই রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এই ধরনের পদায়ন কেনো অবৈধ হবে না এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পদে কেনো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে পদায়ন দেওয়া হবে না মর্মে রুল জারি করেন। 

Published in: http://goo.gl/4X5BvT

0 comments:

Post a Comment